হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

খুলনা প্রতিনিধি

প্রেসক্লাবের প্রধান গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার রাত পৌনে ৮টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে খুলনার জেলা প্রশাসক (ডিসি) সাইফুল ইসলাম উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এর আগে এদিন বিকেলে প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেসক্লাবে এলে আন্দোলনকারীরা তাঁকে ঘিরে ধরে দাবি জানাতে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, প্রেস সচিব শফিকুল আলমকে পুলিশ কমিশনারের অপসারণের ঘোষণা দিতে হবে।

এর আগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন ছাত্র-জনতা। আজ দুপুর ১২টায় আলটিমেটাম শেষ হওয়ায় বেলা আড়াইটা থেকে সদর দপ্তরের সামনের সড়কে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থী, ছাত্রদল, যুবদল ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরে আন্দোলনের জ্যেষ্ঠ মুখপাত্র রুমি রহমান বলেন, ‘খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যর্থ হয়েছে। বর্তমান পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার খুলনায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী লীগের দোসরদের তিনি গ্রেপ্তার করছেন না। আমরা ব্যর্থ পুলিশ কমিশনারকে দেখতে চাই না। আমরা কেএমপি কমিশনার হিসেবে একজন দেশপ্রেমিক যোগ্য লোককে চাই।’

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন