হোম > সারা দেশ > খুলনা

স্লুইসগেট দিয়ে লবণ পানি তোলায় বোরো ধান নষ্টের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় সরকারি নির্দেশনা অমান্য করে স্লুইসগেট দিয়ে লবণ পানি তোলায় প্রায় ৫০০ বিঘা বোরো ধান নষ্ট হয়ে গেছে। তাতে ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকার মতো বলে দাবি কৃষদের। এ বিষয়ে জমির মালিকরা পানি উন্নয়ন বোর্ডসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে। 
 
ভুক্তভোগী ধান চাষী জাহিদ হাসান ও লেয়াকত সানা জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নের চুরাডাঙ্গা ও চক ভড়বুড়িয়া মৌজায় প্রায় ১ হাজার ৫০০ বিঘা জমিতে ধান চাষ হয়। 

গত শনিবার রাতে কওসার তাহলী, শামছুর সানা, মিজান সরদারের নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট দিয়ে লবণ পানি তুলে এলাকা প্লাবিত করে। 

এ সময় প্রায় ৫০০ বিঘা বোরো ধান খেতে লবণ পানি উঠে প্লাবিত হয়। লবণ পানি উঠার ফলে ধান মারা যাচ্ছে। তাতে ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে কৃষক জাহিদ হাসান জানান। 

এ বিষয় কওসার তাহলী বলেন, আমি পানি তুলেনি কে পানি তুলেছে জানি না। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, রাড়ুলী ইউনিয়নের সমস্ত স্লুইসগেট বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে লবণ পানি তোলা যাবে না। 

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় যেখানে ধান চাষ হয়েছে সেখানকার স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। যদি কেউ লবণ পানি তুলে ফসল নষ্ট করে তাঁদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার