হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে হেরোইন রাখায় দায়ে একজনের যাবজ্জীবন ও অর্থদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে মাদকের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. মজনু হক ওরফে মজনু। তিনি গাংনী উপজেলার কামারখালী গ্রামের হাবিব মণ্ডলের ছেলে। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ডিসেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই জালাল উদ্দিন গোপন খবরের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি মজনুকে বামন্দী বাসস্ট্যান্ডের একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। তখন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মজনুর জিনস প্যান্টের পকেট থেকে ৩০ গ্রাম হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়। এরপর তাঁকে গাংনী থানায় সোপর্দ করে তাঁর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ধারার সারণির ১ (খ) তে একটি এজাহার দায়ের করা হয়। 

দীর্ঘ সাড়ে সাত বছর ধরে মাদক মামলাটির বিচারিক কার্যক্রম চলার পর রায় ঘোষণা করা হয়। মামলাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাকিবুল ইসলাম রুবেল। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাঁরা কারাগারে পাঠানোর পাশপাশি একই সঙ্গে জব্দকৃত আলামতসমূহ বিধি মোতাবেক ধ্বংস করার নির্দেশ দেন আদালতের বিচারক।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি