হোম > সারা দেশ > খুলনা

খুবির সহকারী রেজিস্ট্রার অলোকা রানী মারা গেছেন

খুবি প্রতিনিধি 

অলোকা রানী দাস। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-৪ শাখায় কর্মরত সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস মারা গেছেন। আজ বুধবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন।

মৃত্যুকালে অলোকা রানীর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্বামী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের রণজিতপুরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম সংস্থাপন-৪ শাখার সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান এবং সংস্থাপন-৪ শাখা প্রধান কাজী জালাল উদ্দিনসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা শোক জানিয়েছেন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক