হোম > সারা দেশ > যশোর

কৃষক সেজে চোরাচালান, সপ্তমবারে আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চোরের একদিন, গেরস্তের সাত দিন। এই প্রবাদ বাক্য প্রমাণ করতেই যেন কৃষক সেজে সোনা চোরাচালান করতে গিয়ে সপ্তমবারে বিজিবির হাতে ধরা পড়েছেন শাহ আলম। তাঁকে যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে ১২৪ পিস সোনার বারসহ আটক করে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাঁকে আটক করা হয়।

দুপুরে যশোরের ৪৯-বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বেশ কিছুদিন ধরে সোনা চোরাকারবারিদের একটি গ্রুপের ওপর নজরদারি করা হচ্ছিল। এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে চৌগাছা সীমান্তের শাহজাদপুর বিওপির সদস্যরা শাহ আলমের ওপর নজরদারি শুরু করে। পরে তাঁকে সকাল সাড়ে আটটার দিকে শাহজাদপুর বিওপির এক কিলোমিটার অদূরে কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি বড় সোনার বারসহ মোট ১২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের বাজারমূল্য ১০ কোটি সাড়ে ১১ লাখ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, শাহ আলম কৃষক সেজে ওই সোনার বারগুলো শ্মশানে রেখে আসতে গিয়েছিল। সেখান থেকে অন্য একটি গ্রুপের সদস্যদের ওই বার নিয়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই শাহ আলমকে আটক করে বিজিবি। আলম ইতিপূর্বে আরও ৬টি চালান সফলভাবে পাচার করেছে। সপ্তম চালান পাচারকালে তাঁকে আটক করা হয়। জব্দকৃত মোটরসাইকেলসহ শাহ আলমকে চৌগাছা থানা সোপর্দ করা হবে। জব্দকৃত সোনার বারগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার