হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়ায় দরবারের নিরাপত্তাকর্মী খুন, সিসিটিভি ফুটেজ উধাও

প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুরে তাছেরের দরবার নামে পরিচিত এক দরবারের নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে নির্যাতন করে খুনের অভিযোগ উঠেছে।

গতকাল রোববার সকালে রিসালাত মুজাদ্দেদিয়া দরবারে চরদিয়াড় কড়া নিরাপত্তার মধ্যে নির্যাতনের স্বীকার হন নিরাপত্তাকর্মী মো. রাশেদ (৩২)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে যানা যায়। তিনি দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।

তাঁকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দরবারের খাদেম মো. হাবিল। কিন্তু কারা তাঁকে পিটিয়েছে তা তিনি বলতে পারেননি।

দরবারের হুজুর তাছের আলী জানিয়েছেন, তিনি ঘটনা শোনার পরই তাঁকে উপজেলার হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

দরবারের ১৫টি সিসি টিভি ক্যামেরা থাকলেও সব ফুটেজ স্বয়ংক্রিয় ভাবে মুছে গেছে বলে দাবি করেছেন দায়িত্বে থাকা কর্মীরা। এ বিষয়ে দরবারের হুজুর বলেন, আমি দরবারের ভেতরের লোকদের সন্দেহের বাইরে রাখছি না।

দরবার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় সম্প্রতি দরাবের থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছে। অনেকেই এই চুরির দায় এই নিরাপত্তাকর্মীর ওপর দিয়েছিল। এই ঘটনার জেড়ে তিনি খুন হতে পারেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, নিহতের লাশ আমরা গতকাল ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক রোববার রাতে মামলা করেছেন। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ওই আস্তানা থেকে ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ওই ছয় জনকে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানিয়েছেন যে, দীর্ঘ সময় নিয়ে আলামত নষ্ট করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত জানান, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। প্রয়োজনীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি খুব শিগগিরই ঘটনা উন্মোচিত হবে। দোষীদের বিচারের আওতায় নেওয়া হবে। ঘটনাস্থল মনিটরিংয়ে রাখা হয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি