হোম > সারা দেশ > খুলনা

গরু ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই, ভয়ে চুপ ভুক্তভোগী!

যশোরের মনিরামপুরে দুই গরু ব্যবসায়ীকে মারধর করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হালসা গ্রামে ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা আশপাশের এলাকার বলে জানা গেছে। তবে ভয়ে কেউ তাঁদের বিষয়ে মুখ খুলছেন না।

খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গেছে থানা-পুলিশ। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় পুলিশ অবস্থান করছিল।
 
পাড়দিয়া এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকা থেকে দুই গরু ব্যবসায়ী আত্মীয়তার সূত্রে পাড়দিয়া এলাকায় ফজলু দফাদারের বাড়িতে আসেন। তাঁরা মূলত এ এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে গরু কিনে ট্রাকে করে নিয়ে যান। বুধবার সন্ধ্যার পূর্বে একটি ভ্যানে চড়ে তাঁরা হালসা এলাকায় গরু কিনতে বের হন। ভ্যানটি গ্রামের তাজাম্মুলের বাড়ির সামনে পৌঁছালে ৪-৫টা মোটরসাইকেলে ছিনতাইকারীরা এসে ব্যবসায়ীদের ঘিরে ফেলে। এরপর মারধর করে তাঁদের কাছে থাকা ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
 
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মহাদেব কুমার বলেন, ‘নোয়াখালীর দুই ব্যাপারী প্রতি বছর এ এলাকায় এসে গরু কিনে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে হালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি ট্রাকে গরু বোঝাই হওয়ার কথা ছিল। সে জন্য বুধবার বিকেলে পাড়দিয়া গ্রামের তিন আত্মীয়কে নিয়ে নোয়াখালীর দুই ব্যবসায়ী আমার ভ্যানে উঠে গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে তাজাম্মুলের বাড়ির সামনে আসলি ৪-৫টা মোটরসাইকেলে লোকজন এসে আচমকা আমাদের ওপর হামলা করে মারধর শুরু করে। আমাকে গায়েও কয়েকটা আঘাত লেগেছে। এরপর ওরা চলে যায়। যাওয়ার সময় কত টাকা নিয়ে গেছে তা বলতি পারব না।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আরও বলেন, ‘পুলিশ এসে আমার কাছে জিজ্ঞেস করিল। আমি বলিছি, ছিনতাইকারীদের কারও চিনতি পারিনি।’

আবু হুরায়রা নামে ভুক্তভোগীর আত্মীয় বলেন, ‘২০১২ সাল থেকে কোরবানীর ঈদের আগে লক্ষ্মীপুর থেকে ইসমাইল হোসেন আমাদের বাড়িতে আসেন। তাঁরা দুজন গরু ব্যবসায়ী। আমাদের এলাকা থেকে গরু কিনে ট্রাকে করে নিয়ে যান। গত বছর ঈদের আগে ৪ ট্রাক গরু নিয়ে গিয়েছিলেন তাঁরা।’

আবু হুরায়রা আরও বলেন, ‘এবারও তাঁরা একই উদ্দেশ্যে এসে আমাদের এক চাচার বাড়ি উঠেছেন। ব্যাংক থেকে টাকা তুলে আজ বিকেলে তারা গরু কিনতে বের হন। তখন তাঁদের পথে মারধর করে সাথে থাকা সব টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। টাকার পরিমাণ ১২ থেকে ২০ লাখ হবে।’

এ ঘটনায় মনিরামপুর থানার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।’

এদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে থানার উপসহকারী পরিদর্শক স্বরজিৎ বিশ্বাস বলেন, ‘বাইরের দুজন গরু ব্যবসায়ীর সঙ্গে স্থানীয় দুই-তিনজন ছিলেন। আমরা ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। তাঁরা টাকার কথা স্বীকার করছে না।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার