কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৩ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া মাঠ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামের সেকেন আলীর ছেলে মাহাবুল ইসলাম ওরুফে কালু, ভেড়ামারা উপজেলার কোদালিয়া গ্রামের আশরাফ জোয়ার্দারের ছেলে লালন, মিরপুর উপজেলার আব্দুর রহিমের ছেলে শ্যামল।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘শুক্রবার রাতে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাতবাড়িয়া মাঠ এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার একটি পুলিশ দল তাদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তাদের কয়েকজন সঙ্গী পালিয়ে যায়।’
ওসি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা গেছে।’