হোম > সারা দেশ > যশোর

বেনাপোলে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি বার্মিজ চাকুসহ চিহ্নিত চার শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার আনুমানিক রাত ১২টার দিকে বেনাপোল ইউনিয়নের কাগজপুকুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন শার্শার পান্তাপাড়া গ্রামের বাবু হোসেনের ছেলে কামরুজ্জামান (২৩) ও হাদিউজ্জামান (২০), পান্তাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন ফারহান (২০) এবং বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের আজগার আলীর ছেলে নূরনবী (২২)। 

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপম কুমার সরকার বলেন, তাঁদের কাছে গোপন খবর আসে, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী একত্রিত হয়েছে। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁদের নামে একাধিক মামলা ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে রোববার সকালে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার