হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা সেন্টারের উদ্বোধন

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার শহরের জেলা পরিষদ চত্বরে এই ভিসা সেন্টারের উদ্বোধন করেন যৌথভাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এটি বাংলাদেশে ১৬তম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। 

অনুষ্ঠানে মাহাবুব উল আলম হানিফ ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুপ্রতিম দেশ। কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষ বিভিন্ন কারণে ভারতে যাতায়াত করেন। কিন্তু এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার না থাকায় তাদের যশোর অথবা রাজশাহী যাওয়া লাগত। এখন আর এই ভোগান্তি থাকবে না।’ 

হানিফ আরও বলেন, ‘কুষ্টিয়ায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই এলাকার মানুষের ভারতে যাওয়া-আসা বৃদ্ধি পাবে; যা দুই দেশের বন্ধুত্ব আরও গাঢ় হবে।’ 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘কুষ্টিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে সংস্কৃতিতে এক উর্বর ভূমি। এখানকার সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনেকটাই মিল আছে। যার ফলে এই জেলায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করাটা একটি আনন্দের বিষয়।’ 

হাইকমিশনার আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশ পরস্পরের বন্ধুত্বকে টিকিয়ে রাখতে যা যা করণীয় ভারত সরকার তা করে আসছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশের ১৬তম এই ভিসা সেন্টারটি কুষ্টিয়ায় উদ্বোধন করা হলো। এটির মাধ্যমে দুই দেশের মধ্যে থাকা বন্ধন আরও সুদৃঢ় করতে সহযোগিতা করবে। আস্তে আস্তে এই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটিকে আধুনিকায়নের মাধ্যমে আরও বেশি সুযোগ-সুবিধা বাড়ানো হবে।’ 

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খাইরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, আজ থেকে বাংলাদেশি বৈধ পাসপোর্টধারীরা কুষ্টিয়ার ভারতীয় এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে মেডিকেল, ট্যুরিস্টসহ যেকোনো ভিসা সংগ্রহ করতে পারবেন।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা