হোম > সারা দেশ > খুলনা

নিহত সাংবাদিক রুবেলের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে সাংবাদিকেরা। আজ শুক্রবার বেলা ১১টায় রুবেলের মরদেহ দাফন শেষে বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে অবস্থান করেন জেলার সর্বস্তরের সাংবাদিকেরা।

এ সময় তারা সড়কে টায়ারে আগুন দিয়ে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টা দক্ষিণ বঙ্গ থেকে উত্তর বঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এ সময় রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে আল্টিমেটাম দেন। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিকেরা।

এ ছাড়া সকাল ৯টার দিকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ ময়নাতদন্ত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তিন সদস্যের চিকিৎসক দল। এই দলের প্রধান ডা. আশরাফুল আলম জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে কী আসছে তা এখনই বলা সম্ভব নয়। ঈদের ছুটির পর ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হবে।

এদিকে নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের দাফন শেষে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে জেলার দৌলতপুর, ভেড়ামারা, এবং কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের বিচার দাবি করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক হাসিবুর রহমান কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানের ছেলে। রুবেল জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিএডিসিতে ঠিকাদারি ব্যবসাও করতেন। গত ৩ জুলাই রাত ৯টার পর থেকে শহরের সিঙ্গার মোড়ে নিজ কার্যালয় থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা