হোম > সারা দেশ > খুলনা

নিহত সাংবাদিক রুবেলের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে সাংবাদিকেরা। আজ শুক্রবার বেলা ১১টায় রুবেলের মরদেহ দাফন শেষে বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে মজমপুর গেটে অবস্থান করেন জেলার সর্বস্তরের সাংবাদিকেরা।

এ সময় তারা সড়কে টায়ারে আগুন দিয়ে কুষ্টিয়া-খুলনা ও কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টা দক্ষিণ বঙ্গ থেকে উত্তর বঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এ সময় রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে আল্টিমেটাম দেন। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দেন সাংবাদিকেরা।

এ ছাড়া সকাল ৯টার দিকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ ময়নাতদন্ত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তিন সদস্যের চিকিৎসক দল। এই দলের প্রধান ডা. আশরাফুল আলম জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে কী আসছে তা এখনই বলা সম্ভব নয়। ঈদের ছুটির পর ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হবে।

এদিকে নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের দাফন শেষে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে জেলার দৌলতপুর, ভেড়ামারা, এবং কুমারখালীতে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে দুর্বৃত্তদের হাতে নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের বিচার দাবি করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক হাসিবুর রহমান কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের হাবিবুর রহমানের ছেলে। রুবেল জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিএডিসিতে ঠিকাদারি ব্যবসাও করতেন। গত ৩ জুলাই রাত ৯টার পর থেকে শহরের সিঙ্গার মোড়ে নিজ কার্যালয় থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি