হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে শ্রমিক লীগ নেতার বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী থেকে দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিরকুট উদ্ধার করেছে থানার পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সুমন আলী সমর (৩২) নামের এক শ্রমিক লীগ নেতার রান্নাঘর থেকে এসব উদ্ধার করা হয়। গাংনী থানার পুলিশের এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

সুমন আলী সমর উপজেলার কড়ুইগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রায়পুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। নিজেকে ‘যম’ পরিচয় দেওয়া চিরকুটদাতা এক সপ্তাহের মধ্যে তাঁকে গ্রাম ছাড়তে বলে। আর যদি নিজের দোকান খুলে ব্যবসা করতে চান, তাহলে ২ লাখ দিতে হবে বলে জানানো হয়। ভুল বাক্য ও বানানে লেখা চিরকুটে এর অন্যথা হলে পাঠানো জিনিসগুলো কাজে লাগাবে বলে হুমকি দেওয়া হয়।

সুমন আলী সমর বলেন, ‘প্রায় দুই মাস বাইরে ছিলাম। ১০ দিন আগে বাড়ি এসেছি। রাতের আঁধারে কে বা কারা এগুলো  রেখে গেছে তা জানি না। এতে আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে আছে। আমি রাইপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। রাজনৈতিক কারণে এটা ঘটতে পারে বলে ধারণা করছি।’

গাংনী থানার এলাঙ্গী ক্যাম্পের ইনচার্জ এসআই রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুমন আলী সমরের রান্নাঘরের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড়, একটি চিরকুট, একটি সাবান, আগরবাতি, গোলাপজল উদ্ধার করি। তবে কে বা কারা এটা রেখে গেছে তার কারণ জানা যায়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছে। দলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেউ এ কাজ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ 

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বলেন, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার