হোম > সারা দেশ > যশোর

শার্শায় খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে শার্শার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলো হরিণাপোতা গ্রামের আকিনুল হাসান (১২) ও  একই গ্রামের মেহেদী হাসানের মেয়র মোসাম্মাৎ মারিয়া (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকিনুল ও মারিয়া ওই গ্রামের আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করার একপর্যায়ে বিস্ফোরণ হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার