হোম > সারা দেশ > যশোর

যশোরে নাট্যমেলার প্রথম দিন ৫ নাটক মঞ্চস্থ

­যশোর প্রতিনিধি

যশোরে দুদিনব্যাপী নাট্যমেলা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

যশোরে দুই দিনব্যাপী নাট্যমেলা শুরু হয়েছে। নাট্য সংগঠন বিবর্তন যশোরের ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এই মেলা শুরু হয়।

প্রথম দিনে পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। আগামীকাল শনিবার সমাপনী দিনে আরও পাঁচটি নাটক মঞ্চায়ন হবে।

নাট্যমেলায় অংশগ্রহণকারীরা নাচ পরিবেশন করেন। ছবি: আজকের পত্রিকা

আজ বিকেলে নাট্যজন ফয়েজ জহির প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে নাট্যমেলার উদ্বোধন করেন। এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এরপর সংগঠনের সভাপতি নওরোজ আলম খান চপলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা হয়।

নাট্যমেলায় অংশগ্রহণকারীদের নাচ। ছবি: আজকের পত্রিকা

অনুষ্ঠানের শুরুতে শিশুদের কবিতা আবৃত্তি ও শিশুদের আঁকা ছবি প্রদর্শিত হয়। সন্ধ্যার পরে পাঁচটি নাট্য সংগঠনের পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। নাটকগুলোর মধ্যে রয়েছে ‘পাইচো চোরের কিচ্ছা’, ‘শ্রেষ্ঠার মানুষ’, ‘বুড়ো সালিকের ঘাড়ে রোঁ’, ‘মধু মিলন’ ও ‘মানবতার শহর’। যশোরের বিভিন্ন নাট্য সংগঠন এসব নাটক মঞ্চায়ন করে।

‘মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্য নিয়ে নাট্যমেলার আয়োজন করা হয়। আগামীকাল যশোরের আরও ৫টি নাট্যদলের পরিবেশনায় পাঁচটি নাটক মঞ্চস্থ হবে। নাট্যমেলা ঘিরে নাট্যকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার