হোম > সারা দেশ > খুলনা

বেপরোয়াভাবে গাড়ি চালালে বিশ্ববিদ্যালয়ের বদনাম হবে, চালকদের উদ্দেশে খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আজ শুক্রবার ‘সেফ ড্রাইভিং অ্যান্ড ওয়ার্ক ইথিকস্ ফর দ্য ড্রাইভার অ্যান্ড হেলপার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

ড. মাহমুদ হোসেন বলেন, ‘আপনারা যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হন, তখন মনে রাখতে হবে আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের গাড়ি দেখে মানুষ আপনাদের সম্মান করে, আপনাদেরও উচিত তাদের সম্মান করা। যদি কেউ বেপরোয়াভাবে গাড়ি চালান, তবে গোটা বিশ্ববিদ্যালয়ের বদনাম হবে। এর জন্য ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে হবে।’

খুবি উপাচার্য বলেন, ‘যানবাহন চালনার ক্ষেত্রে দক্ষতার চেয়ে নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ। দক্ষ ড্রাইভার হয়ে যদি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়; তাহলে তার আর নিরাপত্তা থাকে না। এ জন্য সড়কে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেনে চলতে হবে। ট্রাফিক আইনের বিভিন্ন রুল জেনে তার প্রতিফলন করতে হবে।’

খুবি উপাচার্য আরও বলেন, ‘জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। কর্মজীবী অবস্থায় শেখার মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ। কোনো শিক্ষাই বৃথা যায় না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানে উন্নীত করা সরকারের লক্ষ্য। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ হতে হবে।’

ড্রাইভার ও হেলপারদের এমন একটি প্রশিক্ষণের আয়োজন করায় আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান উপাচার্য।

পরে উপাচার্য ‘ট্রেইটস্ অব এ স্টাফ’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। সেশনে তিনি কাজে অনুপ্রেরণা, উদ্দীপনা, সততা, আন্তরিকতা, সময়ানুবর্তিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, হতাশা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মতিউল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য রাখেন পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. শেখ জুলফিকার হোসেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন, মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শক মো. আবু সাঈদ, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. শেখ জুলফিকার হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. তাজুল ইসলাম, খুলনা বিআরটিএর অতিরিক্ত পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির উপরেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার-হেলপারসহ ৫১ জন অংশগ্রহণ করেন। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার