হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে ক্যারিয়ার ক্লাবের প্রশিক্ষণ কর্মশালা

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারি কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের অনলাইন প্ল্যাটফর্ম বিওয়াইসিএলএক্সের ফ্যাকাল্টি মেসবাহ উদ্দিন হাসিব ও সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রিসান।

সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ রিসান বলেন, ‘আমরা মনে করি এই যুগের স্কিলস মানে অনেক কিছু। কিন্তু কখনো ভাবি না আসলে কী কী স্কিল প্রয়োজন। আমাদের প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে। তাই আমাদের সব সময় নতুন কিছু শিখতে হবে। যুগের সঙ্গে স্কিলগুলো পরিবর্তন হচ্ছে, তাই পারসোনালি স্কিল বাড়াতে হবে। আমরা এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি নিজেও জানি না কোন চাকরির জন্য নিজেকে প্রস্তুত করছি। তাই এখন যে স্কিলগুলো দরকার সেগুলোই আমরা একুশ শতকের স্কিল বলছি।’ এ সময় তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন স্কিলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

ফ্যাকাল্টি মেসবাহ উদ্দিন হাসিব বলেন, ‘নিজেকে প্রশ্ন করতে হবে কেন আপনি শিখতে চান। একুশ শতক বলতে যত দিন বোঝায় ক্রিটিক্যাল থিংকিং খুব গুরুত্বপূর্ণ। আর ক্রিয়েটিভ হলো নতুন কিছু তৈরি করা। আমাদের সমাজে একটা আইডিয়া আছে যারা গান গায়, নাচে, ছবি আঁকে এ রকম লোকজনই ক্রিয়েভিটি। এটা ভুল ধারণা। আমরা দিন শেষে সবাই ক্রিয়েভিটি। কোথায় সেটা ব্যবহার করছি এটাই আমাদের জানার বিষয়।’ এ সময় তিনি একুশ শতকে প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা সম্পর্কে আলোচনা করেন। 

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, কমিউনিকেশন লিড সামিহা আক্তার চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি আশিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ, দপ্তর সম্পাদক রনি সাহা, সহকারী কোষাধ্যক্ষ প্রতাপ পাল, হেড অব মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন পল্পব আহমেদ সিয়াম, হেড অব আইটি অ্যান্ড ডিজাইন মুসাদ্দিকুর রহমান ফাহিম, ডেপুটি হেড অব আইটি অ্যান্ড ডিজাইন সাজ্জাদ হোসেন সৈকত, ডেপুটি হেড অব রিসার্চ অনন্যা রহমান, হেড অব হাইয়ার স্টাডি শিহাব উদ্দিন, হেড অব হিউম্যান রিসোর্স রিয়াজ হাসান রবিন, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট সুকান্ত দাস উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন সহ-সাংগঠনিক সম্পাদক সামিহা চৌধুরী প্রিয়া। 

 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা