হোম > সারা দেশ > কুষ্টিয়া

কলেজছাত্র রাব্বি হত্যা মামলায় ৫ আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে কলেজছাত্র নীরব হোসেন রাব্বি (১৯) হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকা থেকে র‍্যাব-১২ কুষ্টিয়া ও র‍্যাব-৩-এর অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি মহিলা মাদ্রাসাপাড়া এলাকার সোয়ায়েব বিশ্বাস (২৩), মাহি বিশ্বাস (৩২), মিদুল মণ্ডল (১৯), রিদয় মণ্ডল (২৫) ও তানহা মণ্ডল (২০)। 

আজ বুধবার দুপুরে র‍্যাব-১২ কুষ্টিয়ার স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

নিহত রাব্বি সোনাইকুন্ডি গ্রামের মসলেম আলীর ছেলে। তিনি স্থানীয় নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ৩০ আগস্ট দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় রাব্বি। পরে ১৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রাব্বির চাচা ৫ সেপ্টেম্বর থানায় একটি মামলা করেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার