হোম > সারা দেশ > কুষ্টিয়া

অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রইস উদ্দিন রওনক (২৬) নামে এক আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১টার দিকে মিরপুরের কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মশান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রওনক মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে মোটরসাইকেল চালিয়ে মশান বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন রওনক। মশান বাজার পার হলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশাকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এর সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে সড়কের ওপর ছিটকে পড়ে যান এবং মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন রওনক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রওনককে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় রওনক নামে এক যুবক নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার