কুমারখালী (কুষ্টিয়া): কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি মিশ্র খামারে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া গ্রামের রেজাউল ইসলামের খামারে এ দুর্ঘটনা ঘটে। এতে খামারের ৫ টি গরু, ১৫ টি ছাগল ও ২ শতাধিক হাঁস-মুরগী পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিকের।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে ১২ টায় আকাশের দিকে আগুনের মতো আলো দেখা যায়। এ দেখে তাঁরা ছুটে এলে রেজাউলের মিশ্র খামারে আগুন দেখতে পায়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও খামারসহ ৫টি গরু, ১৫ টি ছাগল ও প্রায় ২ শতাধিক হাঁস-মুরগী বাঁচানো যায়নি।
খামারের মালিক রেজাউল ইসলাম জানান, তিনি তাঁর মিশ্র খামারে গবাদিপশু, ছাগল ও হাঁসমুরগি পালন করেন। হঠাৎ খামারে আগুনে লেগে গরু, ছাগল, হাঁস-মুরগীসহ খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলেও উল্লেখ করেন তিনি।
কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।