হোম > সারা দেশ > খুলনা

যশোরে ২৫ মামলার আসামি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোরে ২৫ মামলার আসামি আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, পাঁচটি গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। 

আজ বুধবার দুপুরে র‍্যাব-৬ যশোর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে যশোর, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা মো. রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০), শার্শা উপজেলার দাউদখালী গ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম (৩৫), নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের ১৫ বছরের সাজাপ্রাপ্ত জিকরুল আলম (৪৪), যশোর সদরের ঝাউদিয়া গ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী সাগর হোসেন (২১) এবং একই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৩৪)। 

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘গতকাল দিবাগত রাতে আমাদের ক্যাম্পের সদস্যরা একযোগে পাঁচটি পৃথক অভিযান চালান। এসব অভিযানে যশোরের আলোচিত সন্ত্রাসী ভাইপো রাকিবসহ অস্ত্রধারী পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।’

সাকিব হোসেন আরও বলেন, ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোর জেলায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এ ছাড়া তরিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। জিকরুল আলম স্বর্ণ চোরাচালান মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত। 

অন্য দুই আসামি সাগর হোসেন ও আব্দুল কাদের অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। তাঁদের বিরুদ্ধেও একাধিক হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি