হোম > সারা দেশ > কুষ্টিয়া

১৪ দিন পর সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

দৌলতপুরের বিলগাথুয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ ১৪ দিন পর বাংলাদেশকে ফেরত দিয়েছে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ শনিবার বিকেলে ভারতের নদীয়া জেলার ১৫১ / ১৪ এস পিলার সংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁর লাশ ফেরত দেয় ভারত।

এ পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন করিমপুর (ভারত) থানার অফিসার ইনচার্জ (সিআই) উমর ফারুখ, মেঘনা কোম্পানি কমান্ডার (এসি) রাজেশ টিকে লাকরা এবং বাংলাদেশের প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আমজাদ হোসেন ও দৌলতপুর থানার প্রতিনিধি হিসেবে এসআই জিয়াউর রহমান। 

নিহত লিটন হোসেন উপজেলার প্রাগপুরের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর বিশ্বাসের ছেলে। 

লাশ ফেরতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন প্রাগপুর ইউপি চেয়ারম্যান আসরাফুজ্জামান মুকুল। তিনি বলেন, এশার নামাজের পর লিটনের দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিটনের ছোট ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

তবে বিজিবির প্রাগপুর কোম্পানি কমান্ডার আমজাদ হোসেন লাশ হস্তান্তর নিয়ে কোনো  বক্তব্য দিতে রাজি হয়নি। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ শনিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৫ মার্চ এশার নামাজের কিছু আগে ভারত থেকে মালামাল পাচার করে বিলগাথুয়া সীমান্ত দিয়ে রাতে দেশে আসছিলেন লিটন। এ সময় বিএসএফের সদস্যরা গুলি করেন। ঘটনাস্থলেই মারা যান লিটন। পরে তাঁর মরদেহ নিয়ে যায় বিএসএফ।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি