হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে বোমাসদৃশ ৩টি বস্তু উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে বোমাসদৃশ ৩টি বস্তু উদ্ধার। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার নওয়াপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের ধলা ব্রিজের ওপর থেকে এই বস্তুগুলো উদ্ধার করা হয়।

তেঁতুলবাড়িয়া গ্রামের প্রত্যক্ষদর্শী রাশেদুজ্জামান বলেন, তাঁরা কয়েকজন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে মোটরসাইকেল কিনে তিনটি গাড়ি নিয়ে একসঙ্গে আসার সময় ব্রিজের কাছাকাছি পৌঁছালে কয়েকজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে ব্রিজের কাছে এসে কাউকে পাওয়া যায়নি। পরে গাড়ি নিয়ে ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের ওপর তিনটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখা যায়। পরে গ্রামের লোকজনের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে সেসব উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। মোটরসাইকেল দেখে হয়তো ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে বোমাসদৃশ তিনটি বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা