হোম > সারা দেশ > খুলনা

ভারতীয় হাইকমিশনারের বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন করেছেন। ভারত-বাংলাদেশ সড়ক ও রেলপথে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাত্রী সেবা উন্নয়নে তিনি পরিদর্শন করেন। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে যোগদানের পর এটি তাঁর প্রথম বেনাপোল বন্দর সফর। 

পদ্মা সেতুর সঙ্গে বেনাপোল বন্দরকে যুক্ত করতে সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে তিনি। ব্যবসায়ীরা মনে করছেন, এমন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে হাইকমিশনার তাঁর সফর সঙ্গী নিয়ে বেনাপোল বন্দর পৌঁছালে বন্দর, কাস্টমস ও বাণিজ্যিক সংগঠনের কর্মকর্তারা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় সীমান্তে বিভিন্ন প্রশাসনিক সংস্থার নিরাপত্তা জোরদার করা হয়। 

বেলা ১২টার দিকে ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরে এসে পৌঁছালে বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রথমে তিনি বেনাপোল বন্দর অডিটোরিয়ামে বন্দর ব্যবহারকারী বাণিজ্যিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। পরে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে চলমান বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী সুবিধা-অসুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিকেলে তিনি বেনাপোল বন্দর ত্যাগ করেন। 

এ সময় উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া, ভারত বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার