হোম > সারা দেশ > খুলনা

ভারতীয় হাইকমিশনারের বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা বেনাপোল-পেট্রাপোল বন্দর পরিদর্শন করেছেন। ভারত-বাংলাদেশ সড়ক ও রেলপথে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্টধারী যাত্রী সেবা উন্নয়নে তিনি পরিদর্শন করেন। বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে যোগদানের পর এটি তাঁর প্রথম বেনাপোল বন্দর সফর। 

পদ্মা সেতুর সঙ্গে বেনাপোল বন্দরকে যুক্ত করতে সড়ক পথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে তিনি। ব্যবসায়ীরা মনে করছেন, এমন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে হাইকমিশনার তাঁর সফর সঙ্গী নিয়ে বেনাপোল বন্দর পৌঁছালে বন্দর, কাস্টমস ও বাণিজ্যিক সংগঠনের কর্মকর্তারা তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় সীমান্তে বিভিন্ন প্রশাসনিক সংস্থার নিরাপত্তা জোরদার করা হয়। 

বেলা ১২টার দিকে ভারতীয় হাইকমিশনার বেনাপোল বন্দরে এসে পৌঁছালে বন্দরের চেয়ারম্যান আলমগীর হোসেন ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রথমে তিনি বেনাপোল বন্দর অডিটোরিয়ামে বন্দর ব্যবহারকারী বাণিজ্যিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন। পরে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে চলমান বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রী সুবিধা-অসুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বিকেলে তিনি বেনাপোল বন্দর ত্যাগ করেন। 

এ সময় উপ-হাইকমিশনার ইন্দ্রজিৎ সাগর, বন্দরের জয়েন্ট সেক্রেটারি সরোয়ার হোসেন, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, ডেপুটি কমিশনার তানভীর আহমেদ, ডেপুটি পরিচালক মনিরুল ইসলাম, সহকারী পরিচালক মাহমুদুল হাসান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া, ভারত বাংলাদেশ চেম্বারের বেনাপোল সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ