ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের ভর্তির আবেদন ১০ মে থেকে শুরু হবে। ২১ মে পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া শেষে ৫ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটে ভর্তি-সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ হয়েছে।
‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে।
‘ডি’ ইউনিটের এই ৪টি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসন রয়েছে। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।