হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে জমিজমার বিরোধের জেরে সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমার বিরোধের জেরে আহত জাহাঙ্গীর আলম টুটুল মারা গেছেন। আজ রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম টুটুল প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার রুহুল আমিনের ছেলে। 

গত বুধবার উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নে জমিজমার বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার দৌলতপুর থানায় মামলা হয়। মামলার পর জালাল নামের একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ। 

নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার আদাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকির কাছে জমিজমার বিষয়ে মীমাংসার জন্য ৭ নম্বর ওয়ার্ডের জফের শাহের ছেলে মনিরুল ইসলাম (৪৫) বাদী হয়ে আবেদন করে। পরে উভয় পক্ষকে লোকজন নিয়ে বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের এজলাস বসে। একপর্যায়ে দুপক্ষের বাগ্বিতণ্ডায় সালিস বন্ধ করে দেন চেয়ারম্যান। পরে উভয় পক্ষের লোকজন ইউপি কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাদী পক্ষের লোকজন হামলা চালায়। 

এতে বাদী পক্ষের ছুরিকাঘাতে রুহুল আমিনের ছেলে জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই গোলাম রহমানের ছেলে লিপ্টন হোসেন তোতা আহত হয়। 

এ বিষয়ে নিহত টুটুলের বোন অ্যাডভোকেট নাজনীন আক্তার রুপা বলেন, ‘জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রায় ৪০ বছর ধরে মামলা চলছে। কোনো মামলায় আমাদের কোথাও হারাতে পারেনি। যে জমিটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ চেয়ারম্যান বরাবর নালিশ করেছে, ওই জমির জন্য ওরাই একটা রিভিশন মামলা করেছে হাইকোর্টে। এ ঘটনায় আহত আমার ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আজ মারা গেছে।’ 

এ বিষয়ে ১১ নম্বর আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত বুধবার দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। এরপর ১ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত চলছে। চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকায় একজন মারা গেছেন।’ 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি