হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদারের বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে তাঁর এ সংক্রান্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেসবুকের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ফাইমিন সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রলীগের সেই কর্মী।

উপজেলার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান গত রোববার স্থানীয় সংসদ সদস্যসহ ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে পদ দেওয়ার কথা অস্বীকার করেছেন।

ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘আমি চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী। ইউনিয়ন ছাত্রলীগের পদ দেওয়ার কথা বলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার তাঁর ঘনিষ্ঠ সাগর হোসেন সজীবের মাধ্যমে আমার কাছে টাকা দাবি করেন। পরে ফাইমিন সরদার নিজে ১০ হাজার টাকা পাইকগাছায় নিয়ে যেতে বলেন। আমি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলসহ স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগ ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাইমিন সরদার বলেন, ‘ইউনিয়নে ছাত্রলীগের কর্মিসভা চলছে। আমি আশিকুর রহমানকে ওই অনুষ্ঠানে থাকতে বলেছি। টাকা নিয়ে পদ দেওয়ার প্রশ্নই ওঠে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কথা কাটছাঁট করে অডিওতে উপস্থাপন করা হয়েছে।’

এ বিষয়ে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু বলেন, ‘এ নিয়ে একটি কল রেকর্ড শুনেছি। তবে আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি।’

এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা