হোম > সারা দেশ > খুলনা

চতুর্থ দফা অবরোধও ইবির ক্লাস-পরীক্ষা স্বাভাবিক 

ইবি প্রতিনিধি

বিএনপি ও সমমনা দলের ডাকা চতুর্থ দফা অবরোধও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাভাবিক নিয়মেই চলছে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিভাগে রুটিন ক্লাস, কুইজ, মিড টার্ম ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা অংশ নিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 

এর আগে গত ২৯ অক্টোবর পর প্রথম দফা হরতাল–অবরোধে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস চললেও পরীক্ষা বন্ধ ছিল। দ্বিতীয় দফা ৫ নভেম্বর থেকে টানা ৪৮ ঘণ্টা সারা দেশে অবরোধ কর্মসূচি ও ৭ নভেম্বরে থেকে তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধেও স্বাভাবিক নিয়মে চলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র শঙ্কা নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা সর্বোচ্চ সোচ্চার। অবরোধের দিনে পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আসছে। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করছে।’ 

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অবরোধের দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। অবরোধের সময় পুলিশ প্রটোকলে ঝিনাইদহ ও কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ক্যাম্পাসে আসে। বিকেলে একই প্রটোকলে ক্যাম্পাস থেকে ফিরে যায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা–কর্মীরা অবরোধের প্রতিবাদে নিয়মিত ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে। 

গত ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, রবীন্দ্র নজরুল কলাভবন ও মীর মশাররফ হোসেন ভবনের ফটকে ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’ লেখা সংবলিত ব্যানার ঝুলিয়ে দেয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা। খবর পেয়ে ব্যানারগুলো সরিয়ে ফেলে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি যে সন্ত্রাসীর দল, মানুষ মারার দল সেটা দেশের জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে এই হরতালের কোনো ধরনের প্রভাব পড়েনি। ক্লাস–পরীক্ষা চালু রাখতে শাখা ছাত্রলীগ সব সময় পাশে থাকবে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার