কুষ্টিয়া কুমারখালী উপজেলার গড়াই নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ ইজতেমা মাঠ এলাকার গড়াই নদী মরদেহটি পাওয়া যায়। এ সময় দেখতে নদী পাড়ে ভিড় করে শত শত উৎসুক জনতা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনাস্থলে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে সন্ধ্যায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে বিস্তারিত বলা যাবে।