কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আম্বিয়া খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।
গতকাল রোববার রাতে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে মিরপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আম্বিয়া খাতুন উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাতে মিরপুরে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে রাশিদুল ইসলামের মোটরসাইকেলে কচুবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন আম্বিয়া। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে মৃত্যু হয়।
মিরপুর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।