হোম > সারা দেশ > মেহেরপুর

মুজিবনগরে স্বাস্থ্যবিধি মানাতে উপজেলা প্রশাসনের অভিযান

প্রতিনিধি

মুজিবনগর (মেহেরপুর): মুজিবনগর উপজেলায় করোনা সংক্রমণ দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের বিশেষ বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করছে। বিধিনিষেধের দ্বিতীয় দিনেও দিনব্যাপী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন।

বিধিনিষেধে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা, মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলা হয়েছে এবং সন্ধ্যা ৬টার পর উপজেলার সমস্ত ব্যবসাপ্রতিষ্ঠান ও চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এই বিধিনিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, জেলার করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার মেহেরপুর জেলায় করোনা প্রতিরোধে বিশেষ বিধিনিষেধ আরোপের দ্বিতীয় দিন। মুজিবনগর উপজেলায় প্রশাসনের দৃঢ় অবস্থানের কারণে সন্ধ্যা ৬টার পর পুরো উপজেলায় দোকানপাট মোটামুটি বন্ধ থাকতে দেখা গেছে। তার পরও যেখানে খোলা ছিল সেই দোকানগুলো বন্ধ করা হয়েছে এবং প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কেদারগঞ্জ বাজার, আনন্দবাস, বাগোয়ান, রতনপুর, শিবপুর, গোপালনগর, রামনগরসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় দণ্ডবিধি ১৮৬০–এর ২৬৯ ধারায় চারটি মামলায় পাঁচজনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে মুজিবনগর থানার পুলিশ ফোর্স ও সার্টিফিকেট সহকারী মনিরুল ইসলাম সার্বিক সহায়তা প্রদান করেন।

কোভিড-১৯ প্রতিরোধকল্পে ও জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার