হোম > সারা দেশ > খুলনা

ট্যাংকলরির কর্মসূচি প্রত্যাহার: খুলনা ডিপো থেকে তেল উত্তোলন শুরু, যাচ্ছে ১৬ জেলায়

ফরিদপুর প্রতিনিধি

পাম্প থেকে তেল নিচ্ছেন কয়েকজন মোটরসাইকেল চালক। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও জামিনের দাবিতে ডাকা সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকালে খুলনার সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল যাওয়া শুরু হয়েছে।

সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রলপাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। আজ সকালেই খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু করছেন। আশা করি খুব শিগগির পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’

এর আগে, ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেন। এতে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরসহ (রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তেল-সংকট দেখা দেয় অনেক পাম্পে। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে গতকাল মঙ্গলবার বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রলপাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রলপাম্প মালিক সমিতি।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার