হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় পাটখেতে পড়ে ছিল হাত-পা-মুখ বাঁধা লাশ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের পাটখেত থেকে হাত-পা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখও গামছা দিয়ে বাঁধা ছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিথলিয়া গ্রামে পাটখেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিহত ওই ব্যক্তির নাম—আকরাস শেখ (৪৯)। তিনি উপজেলার উত্তর কাটদহ রেলগেট হঠাৎ পাড়া এলাকার মোশারফ শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাক হোসেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার চিথলিয়া পাটখেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় আকরাম হোসেনের লাশ উদ্ধার করা হয়। তাঁর মুখও গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তবে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে-ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে পাটখেতে ফেলে রাখা হয়েছে।’

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা