জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে রাস্তা থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে শিশুটিকে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানিয়েছেন জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার।
আনোয়ার সাত্তার জানান, খুলনার খালিশপুর থানার কামাল নামের এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানান, তাঁর বাড়ির পাশের রাস্তায় এক নবজাতক ছেলেশিশুকে কে বা কারা ফেলে গেছে। তাঁরা শিশুটিকে নিজেদের কাছে রেখেছেন। এ বিষয়ে তিনি পুলিশের কাছে আইনি সহযোগিতা চান।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলটেকার কনস্টেবল ইলিয়াস কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে খালিশপুর থানায় বিষয়টি জানিয়ে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে ৯৯৯ ডিসপাচার উপপরিদর্শক (এসআই) মো. মনসুর সংবাদ পেয়ে খালিশপুর থানার একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে উপজেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সরকারি ছোট সোনামণি নিবাস কেন্দ্রে হস্তান্তর করেছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে এ তথ্য জানিয়েছেন খালিশপুর থানার পুলিশ দলের নেতৃত্বে থাকা উপপরিদর্শক (এসআই) হাশমত আলি।