হোম > সারা দেশ > যশোর

চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু চুরির অভিযোগ

প্রতিনিধি, যশোর 

যশোরে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। পুলিশের সহায়তায় শিশুটিকে তাঁর অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। নাইমুল হাসান তাসফিয়ান নামের শিশুটি শহরতলির শেখহাটি এলাকার আকিদ হোসেন শিমুলের ছেলে। শিশু চুরির অভিযোগে অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে। 

শিশু তাসফিয়ানের বাবা আকিদ হাসান জানান, শনিবার বিকেলে শিশুটি শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির সামনে খেলা করছিল। একপর্যায়ে সে নিখোঁজ হয়। রাত সাড়ে আটটার দিকে খবর আসে শহরের বকচরে এলাকাবাসী সন্দেহের বশে আমেনা খাতুন ওরফে মুক্তাকে এক শিশুসহ আটক করেছে। পরে সেখানে গিয়ে তিনি নিজ সন্তানকে শনাক্ত করেন। 

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমিম আলম বলেন, রাত সাড়ে আটটার দিকে বকচর এলাকাবাসী আমেনা খাতুনকে সন্দেহ করেন। এ সময় তাঁরা জেরা করলে অসংলগ্ন কথা বলেন আমেনা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর আগেই শিশুটির পিতা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সব মিলিয়ে খোঁজ খবর নিয়ে আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি। 

শেখ তাসমিম আলম আরও বলেন, অভিযুক্ত আমেনা খাতুনকে আটক করা হয়েছে। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুর গ্রামের বিল্লাল হোসেন ওরফে হাফিজুরের স্ত্রী। আমেনা যশোর শহরের বারান্দিপাড়া এলাকায় ভাড়া থাকেন।  

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার