কুষ্টিয়ার কুমারখালীতে তারিফ হোসেন (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চাপড়া ইউনিয়নের ছেউরিয়ার লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত তারিফ কুষ্টিয়ার মিলপাড়ার মিললাইন এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। মরদেহের পরনে থাকা প্যান্ট, বেল্ট ও পকেটে থাকা মোবাইল দেখে শনাক্ত করেছেন তাঁর মা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে লালন শাহ মাজারের মাঠে আসা সাধু ও ভক্তদের কাছ থেকে জোরপূর্বক টাকা ছিনতাই করছিলেন নিহত তারিফ। পরে সাধুরা সবাই একত্রিত হয়ে তারিফের ওপর আক্রমণ শুরু করলে তিনি আত্মরক্ষার জন্য তাঁর শরীরে থাকা গেঞ্জি খুলে কালী নদীতে ঝাঁপ দেন। পরে নদীতে তাঁকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তারিফের বাড়িতে যান সাধুরা। সেখানে গিয়ে তারিফের গেঞ্জি দেখিয়ে সব ঘটনা জানান।
পরবর্তীতে আজ সকালে কালী নদীতে এক মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কামরুজ্জামান তালুকদার বলেন, মরদেহের পরনে থাকা প্যান্ট, বেল্ট ও পকেটে থাকা মোবাইল দেখে শনাক্ত করেছেন তাঁর মা।