হোম > সারা দেশ > কুষ্টিয়া

পিকনিকের নৌকায় নাচানাচি করতে গিয়ে নদীতে পড়ে তরুণের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নৌকা থেকে পড়ে শুভ ইসলাম (১৮) নামের এক যুবক নিখোঁজ হন। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আজ শনিবার সন্ধ্যার দিকে জেলা পরিষদ পার্ক এলাকার পাশে গড়াই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম। এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে গড়াই নদে শুভর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদে নৌকা নিয়ে পিকনিকে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যা ৬টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয় বন্ধুসহ নদে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে এলেও শুভ আসেননি। পানির স্রোতে তলিয়ে যান তিনি। 

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গড়াই নদে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে আজ সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালায় বলে ফায়ার সার্ভিস জানায়। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নদে পড়ে শুভ নামের এক যুবক নিখোঁজ হন। প্রায় ২৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে খানিকটা দূর থেকে শুভর লাশ উদ্ধার করে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি