হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় ভোটের আগের রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচনের আগের রাতে গুলিতে আহত হয়েছেন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই।

গুলিবিদ্ধ আব্দুল আওয়াল কনক খান (২৫) কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তারা দুই ভাই নির্বাচনী কাজ শেষে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নির্বাচনের প্রচারণার সময় শেষ হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাত চলছেই। উপজেলা ছাত্রলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ হয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

ছাত্রলীগ নেতা শিমুল জানান, রাত ৯টার দিকে তিনি ও তার ছোট ভাই কনক বাড়ি ফিরছিলেন। মাশিলিয়া কবরস্থানের কাছে পৌঁছালে তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু হয়। এতে তার ছোট ভাই গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ভাইয়ের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সমর্থকদের দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন শিমুল।

তবে হামলার ঘটনায় তার কোনো কর্মী-সমর্থক জড়িত নয় বলে এই অভিযোগ অস্বীকার করেছেন সেলিম আলতাফ জর্জ।

তিনি বলেন, ‘নিঃসন্দেহে এ হামলার ঘটনা ন্যাক্করজনক। তবে এ হামলার পেছনে আমি বা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের কোনো সম্পৃক্ততা নেই।’

আজ বুধবার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার