হোম > সারা দেশ > যশোর

টানা তিন দিন ধরে মেঘাচ্ছন্ন যশোরের আকাশ

যশোর প্রতিনিধি

যশোরে টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষজন।

জানা যায়, চলতি মাসের শুরুতেই যশোরে শীতের আমেজ অনুভূত হতে থাকে। রাতে এবং সকালে কুয়াশা জেঁকে বসতে শুরু করেছে। গ্রামে এ পরিস্থিতি অনুভূত হয় আরও আগে থেকেই। তবে দিনের বেলা সূর্যের তাপ থাকায় স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি। এরই মাঝে লঘুচাপের সৃষ্টি হওয়ায় পাল্টে গেছে বর্তমান অবস্থা। গত শুক্রবার সকাল থেকেই যার প্রভাব পড়তে শুরু করেছে। সেদিন বৃষ্টি না হলেও যশোরের আকাশে দেখা মেলেনি সূর্যের। পরদিন শনিবার শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে বয়ে চলে হিমেল হাওয়া। প্রায় সারা দিনই কুয়াশার চাদরে ঢেকে থাকে পরিবেশ। রাতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলেও আজ রোববার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কমে আসে। কিন্তু উন্নতি হয়নি আবহাওয়ার। 

যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গতকাল সারা দিন যশোরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আজ এর পরিমাণ ছিল ৩ মিলিমিটার। এ সময়ে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে যশোরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। 

দু-এক দিনের মধ্যেই আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে মেঘমালা কেটে গেলে শীতের প্রকোপ বাড়তে পারে। এ সময় তাপমাত্রা আরও কমে আসবে। চলতি মাসের শেষের দিকে যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বৃষ্টি আর হিমেল বাতাস হওয়ায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষজন। এতে আয় কমেছে সাধারণ শ্রমজীবী মানুষদের। বিপাকে পড়েছেন ধান কাটতে আসা দিনমজুরেরাও। বৃষ্টি আর বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে দিনভর কাজ করেও কাঙ্ক্ষিত আয় ঘরে নিতে পারেননি তাঁরা। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার