হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা সামস তাবরেজ লিখন (২৭) ও আব্দুর রউফ (৪৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেটে এবং সকাল ৯টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে এ দুই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, লিখন কুষ্টিয়া পৌরসভার দেশওয়ালী পাড়া এলাকার বশির আহাম্মেদের ছেলে এবং তিনি কুষ্টিয়া শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আব্দুর রউফ কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি দেবব্রত রায় জানান, ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে কুমারখালীর দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন লিখন। পথে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের দবির মোল্লার গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে মাথা থেতলে যায় তাঁর এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। 

ওসি দেবব্রত রায় আরও জানান, আজ সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন রউফ। পথে একই সড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রউফের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় উত্তেজিত জনতা কিছুক্ষণের জন্য কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই ঘটনায় বাস ও নসিমনটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের