হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে হাঁস পিটিয়ে মারার অভিযোগ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আলাল হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে পিটিয়ে ১৮টি হাঁস মারার অভিযোগ করেছেন গৃহবধূ মোছা মর্জিনা খাতুন (৫২)। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত কৃষক ওই এলাকার রহমান হোসেনের ছেলে। অপরদিকে ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার মো. আমিরুল ইসলামের স্ত্রী। এঘটনায় সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন মর্জিনা খাতুন। 

লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতপাড়া এলাকায় পদ্মা নদীর কাছে কৃষক আলালের দেড় বিঘা জমি আছে। সেখানে তিনি ধানের চাষাবাদ করেছেন। তাঁর ধানখেতে গৃহবধূ মর্জিনার হাঁসগুলো খাবার খেতে গিয়েছিল। এতে তাঁর ফসলের ক্ষতির সম্ভাবনা দেখে লাঠি দিয়ে পিটিয়ে ১৮টি হাঁস মেরে ফেলেন তিনি। হাঁসগুলো ডিম পাড়ত আর ডিম বিক্রির টাকায় মর্জিনার সংসার চলত। 

আজ সোমবার দুপুরে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মর্জিনার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এখন চাল ডাল দিবিন কিডা, হাঁসই আমার খাতি দিত। ডিম বেঁচেই সব করি। এখন কিডা দেখপিনি আমার। ক্যাম্বো চলবিনি সংসার।’ 

মর্জিনা আরও বলেন, ‘৩০ হাজার টাকা লোন করে হাঁস পালন করছিলাম। তিন মেয়ের বিয়ে দিছি। বাড়িতে অসুস্থ স্বামী। আলাল শত্রুতা করে হাঁসগুলো পিটিয়ে মারেসে। আমি এর বিচার চাই।’ 

ঘটনার প্রত্যক্ষদর্শী আবু জাফরের ছেলে কৃষক টিপু সুলতান বলেন, ‘সকালে জমি দেখতে এসেছিলাম। এ সময় দেখি আলাল লাঠি দিয়ে পিটিয়ে হাঁস মারছে। খুব খারাপ কাজ করেছে আলাল। এর বিচার হওয়া উচিত।’ 

এ বিষয়ে অভিযুক্ত কৃষক আলাল বলেন, ‘মর্জিনার হাঁস আমার ধান নষ্ট করছিল। জমি থেকে হাঁসগুলো তাড়াতে গিয়ে লাঠির আঘাত পেয়েছে হাঁস। তবে আমি মাত্র ২টা হাঁস মারিছি।’ 

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বর মো. মাসুদ রানা বলেন, সকালে পরিষদ চত্বরে খুব কান্নাকাটি করছিল মর্জিনা। পরে শুনে দেখি তাঁর আয়ের উৎস হাঁস গুলো আলাল নামের কৃষক পিটিয়ে মেরেছে। বিষয়টি খুব দুঃখজনক। এর বিচার হওয়ার দরকার। 

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা বলেন, একটা অপরাধ ঢাকতে গিয়ে কৃষক আরেকটা অপরাধ করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। পরিষদে উভয় পক্ষকে নিয়ে বসা হবে। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি