হোম > সারা দেশ > খুলনা

খুলনা মেডিকেল হাসপাতালের গেট থেকে নবজাতক চুরি

খুলনা প্রতিনিধি

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক দিন বয়সের একটি নবজাতক চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে থেকে নবজাতকটি চুরি হয়ে যায়। হাসপাতালে নবজাতকটি জন্মের পর তাকে নিয়ে বাড়িতে ফিরছিলেন স্বজনেরা। 

নবজাতকের মামা মো. মোস্তফা বলেন, মঙ্গলবার সকালের দিকে তাঁর বোন রানিমা বেগমের প্রসব বেদনা ওঠে। বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁরা। দুপুরের দিকে সন্তান জন্ম হয়। বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। এরপর গেটের সামনে এসে গাড়িভাড়া নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। 

একপর্যায়ে ওই চালক গাড়ির চাবি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এর মধ্যে আরও কয়েকজন চালক তাঁর ওপর উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করেন। এ সময় নবজাতক তার খালা সোনিয়া বেগমের কোলে ছিল। সেখানে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা এক নারী নবজাতককে কোলে দেওয়ার কথা বলেন। ওই নারীর কোলে নবজাতককে দিয়ে সোনিয়া বেগম ঝগড়া থামাতে যান। এরই মধ্যে ওই নারী নবজাতকে নিয়ে পালিয়ে যান। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। 
 
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 
 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার