হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, ২ কারারক্ষী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

গ্রেপ্তার দুই কারারক্ষী। ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে মাদক কারবারি হিসেবে আটকের পর চাঁদা আদায়ের চেষ্টাকালে দুই কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার রাজনগর এলাকায় বেত্রাবতী খালের ব্রিজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হাতকড়া ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামুল ইসলাম।

গ্রেপ্তার কারারক্ষীরা হলেন—ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বালাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সাতক্ষীরা কারাগারের কারারক্ষী মামুন হোসেন (২৭) ও একই উপজেলার ভাউটিয়া গ্রামের ডব্লিউ বিশ্বাসের ছেলে কারারক্ষী রাজন বিশ্বাস (২৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজনগর গ্রামের বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর গতকাল শুক্রবার রাত ৮টা থেকে অবস্থান করছিলেন দুই কারারক্ষীসহ আরেক ব্যক্তি। এ সময় তাঁরা এক ব্যক্তিকে মাদক কারবারি বলে তাঁর কাছ থেকে ১ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আটক করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এদিকে স্থানীয়রা দুই কারারক্ষীর একজনকে চিনতে পারায় বিষয়টি তারা দ্রুত জেলা গোয়েন্দা পুলিশকে অবহিত করে। রাত সোয়া ৯টার দিকে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রুবেল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুন ও রাজনকে দুটি হাতকড়াসহ গ্রেপ্তার করে। এর মধ্যেই কারারক্ষীদের সঙ্গে থাকা অপরজন এবং মাদক কারবারি হিসেবে দাবি ওই ব্যক্তিও পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামীমুল হক জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুবেল আহম্মেদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন। মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত কারারক্ষী মামুন হোসেন ও রাজন বিশ্বাসের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা একজনকে আসামি রয়েছে। আজ শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে