হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ধানখেতে প্রশিক্ষণ বিমান, অক্ষত ২ পাইলট

যশোর প্রতিনিধি

নড়াইলে ধানখেতে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করেছে। আজ বুধবার বেলা ২টা ৪৪ মিনিটের দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানখেতে বিমানটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান। এর আগে প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বিমানবাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কারিগরি ত্রুটির কারণে যশোর বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরের নড়াইলের একটি ধানখেতে বেলা ২টা ৪৪ মিনিটের দিকে অবতরণ করে। পরে খবর পেয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। একই সঙ্গে প্রশিক্ষণ বিমানটিও উদ্ধারের প্রক্রিয়া চলছে।’

এদিকে বিমান অবতরণ করায় এলাকার শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছে।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা