হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ধানখেতে প্রশিক্ষণ বিমান, অক্ষত ২ পাইলট

যশোর প্রতিনিধি

নড়াইলে ধানখেতে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করেছে। আজ বুধবার বেলা ২টা ৪৪ মিনিটের দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানখেতে বিমানটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান। এর আগে প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বিমানবাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কারিগরি ত্রুটির কারণে যশোর বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরের নড়াইলের একটি ধানখেতে বেলা ২টা ৪৪ মিনিটের দিকে অবতরণ করে। পরে খবর পেয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। একই সঙ্গে প্রশিক্ষণ বিমানটিও উদ্ধারের প্রক্রিয়া চলছে।’

এদিকে বিমান অবতরণ করায় এলাকার শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা