হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনে ট্রাকের ধাক্কা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ওই ট্রাক এবং ট্রেনের একটি বগি ও এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে উপজেলার আলিপুর লেভেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন খুলনা অঞ্চলের রেলওয়ে প্রকৌশলী গৌতম বিশ্বাস। তিনি বলেন, ‘গতকাল রাত আনুমানিক ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন নওয়াপাড়া রেল স্টেশনের অদূরে আলিপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় একটি রক্ষিত লেভেল ক্রসিং পার হয়ে স্থানীয় অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রাক ট্রেনকে ধাক্কা দেয়।

ট্রেন দেখেই চলন্ত অবস্থায় নেমে পড়েন ট্রাকের চালক। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে, এতে ওই ট্রাক এবং ট্রেনের একটি বগি ও এর ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান গৌতম বিশ্বাস।

লেভেল ক্রসিং অরক্ষিত হওয়ার বিষয়ে গৌতম বিশ্বাস বলেন, ‘লোকাল ক্রসিংগুলোতে গেটম্যান থাকেন না। মূল ক্রসিংগুলোতে গেটম্যান থাকেন।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার