চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক আইনজীবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে বিএডিসি সার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনজুর হোসেন মনজু (৫৮) চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় এলাকার ফায়ার সার্ভিস পাড়ার মৃত মাহতাব মণ্ডলের ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আইনজীবী মনজুর হোসেন। বিএডিসি সার গোডাউনের সামনে একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দীন খান বলেন, ‘আইনজীবী মনজুর হোসেন ইজিবাইক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।’
চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় অ্যাডভোকেট মনজুর হোসেন আহত হন। রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।