হোম > সারা দেশ > খুলনা

নারীকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টাসহ বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৪ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধে এক নারীকে পানিতে চুবিয়ে হত্যায় ব্যর্থ হয়ে চিংড়িঘেরের মাছ লুট ও বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগে গতকাল শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই মামলায় শুক্রবার রাতেই নারীসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্দুল মান্নানের সঙ্গে একই এলাকার আবু বক্কর গাজীর (৬৬) জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় মান্নানের দখলে থাকা চিংড়িঘেরে আবু বক্কর গাজীসহ ১০-১৫ জন হামলা চালায়। এ সময় ঘেরের বাসাবাড়ি ভাঙচুরসহ আব্দুল মান্নান গাজীর স্ত্রীকে পানিতে চুবিয়ে মৃত ভেবে ফেলে রেখে ঘেরে থাকা চিংড়ি মাছ ধরে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ওই মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মানিক গাজীর ছেলে আবু বক্কর গাজী, আবু বক্কর গাজীর ছেলে সাহেব আলী গাজীসহ (৩৮) দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘেরের ক্ষয়ক্ষতিবিষয়ক মামলায় নারীসহ চার আসামিকে আটক করা হয়েছে। আটক আসামিদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি