হোম > সারা দেশ > খুলনা

নারীকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টাসহ বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তার ৪ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় জমিসংক্রান্ত বিরোধে এক নারীকে পানিতে চুবিয়ে হত্যায় ব্যর্থ হয়ে চিংড়িঘেরের মাছ লুট ও বাসাবাড়ি ভাঙচুরের অভিযোগে গতকাল শুক্রবার থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই মামলায় শুক্রবার রাতেই নারীসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আব্দুল মান্নানের সঙ্গে একই এলাকার আবু বক্কর গাজীর (৬৬) জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় মান্নানের দখলে থাকা চিংড়িঘেরে আবু বক্কর গাজীসহ ১০-১৫ জন হামলা চালায়। এ সময় ঘেরের বাসাবাড়ি ভাঙচুরসহ আব্দুল মান্নান গাজীর স্ত্রীকে পানিতে চুবিয়ে মৃত ভেবে ফেলে রেখে ঘেরে থাকা চিংড়ি মাছ ধরে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আব্দুল মান্নান বাদী হয়ে থানায় মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ওই মামলায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মানিক গাজীর ছেলে আবু বক্কর গাজী, আবু বক্কর গাজীর ছেলে সাহেব আলী গাজীসহ (৩৮) দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘেরের ক্ষয়ক্ষতিবিষয়ক মামলায় নারীসহ চার আসামিকে আটক করা হয়েছে। আটক আসামিদের উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার