হোম > সারা দেশ > কুষ্টিয়া

৬০০ টাকা মজুরিতে দিনমজুর ভাড়া করে যুবলীগের ঝটিকা মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি

যুবলীগের ঝটিকা মিছিল থেকে আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়া শহরে ঝটিকা মিছিল করেছে যুবলীগ। গতকাল রোববার সকালে শহর যুবলীগের ব্যানা‌রে পিটিআই রোডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ির সামনে থেকে মিছিলটি বের করা হয়। এতে বালু সরানোর কথা বলে ভাড়া করা দিনমজুরদের ব্যবহার করা হয়েছে। তাঁরা এখন গ্রেপ্তার হয়ে জেলে গেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে একটি ঝটিকা মিছিল বের করেন ১০-১৫ জন যুবক। তাঁরা স্লোগান দিয়ে মিছিলটি নিয়ে কাস্টম মোড়ের দিকে এগিয়ে যান। কিছুক্ষণ পর মিছিলে অংশ নেওয়া অনেকে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছে মা‌টি কাটার ঝুড়ি ও কোদাল পাওয়া যায়। তাঁদের মধ্যে আটজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ও দুজন সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় রা‌সিদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি কুষ্টিয়া মডেল থানায় নাশকতার মামলা করেন। এতে ২১ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় আটক ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঝটিকা মিছিলের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন শহর যুবলীগের আহ্বায়ক সজীবুর রহমান সজীব। মিছিলের ব্যানা‌রে লেখা ছিল ‘হটাও ইউনুচ বাঁচাও দেশ’। মাস্ক পরা ১০-১৫ যুবক ব্যানার হাতে মিছিল শুরু করার পর সজীব রাস্তার পা‌শে বসে থাকা মাঝবয়সী কয়েকজনকে হাতে দিয়ে ইশারা করেন। এরপরই তাঁরা মিছিলের পেছন পেছন হাঁটতে থাকেন।

গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা শ্রমিক। অজ্ঞাতনামা এক যুবক বালু সরানোর কথা বলে ৬০০ টাকা মজুরি দেওয়ার কথা বলে তাঁদের ডেকে মিছিলে নিয়ে যান।

স্বজন মানিক ও সিহাব জানান, সকালে শহরের ছয়রাস্তার মোড় থেকে এক ব্যক্তি ১০ জনকে কাজের কথা বলে পিটিআই রোডে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তি শ্রমিকদের জানান, সারা দিন কষ্ট করা লাগবে না, এখানে দাঁড়ালেই পুরো টাকা পেয়ে যাবেন। সেখানে কয়েকজন একটি ব্যানার নিয়ে শ্রমিকদের পেছনে দাঁড় করিয়ে দেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও শ্রমিকেরা দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে।

আটক ব্যক্তিদের কাছে পাওয়া মা‌টি কাটার ঝুড়ি ও কোদাল। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হো‌সেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের ভাড়া করে এনে মিছিলের চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে স‌জীব নামের এক যুবলীগ নেতাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ