হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে স্ত্রী ও সন্তান হত্যায় একজনের মৃত্যুদণ্ড 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে স্ত্রী ও সন্তান হত্যার মামলায় মো. সুজন (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সুজনের বাড়ি শৈলকুপা উপজেলার দোহা-নাগিরাট গ্রামে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অজিত কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

রায়ের বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, আদালতে অভিযোগ দায়েরের ৬ বছর আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নোন্দীরগাতী গ্রামের ইয়াসমিনের বিয়ে হয় মো. সুজনের সঙ্গে। এই দম্পতির এক ছেলেসন্তানের জন্ম হয়। একপর্যায়ে সুজনের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই জেরে সুজন তাঁর স্ত্রী ও সন্তানকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। কিছুদিন পর সুজন অন্যদের সঙ্গে নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে বিবাদে জড়াবেন না বলে নিজের বাড়িতে নিয়ে যান।

এর ১৫ দিন পর ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে সুজনের পরিবারের কাছে জানতে চাইলে তাঁরা বলেন ওরা বেড়াতে গেছে। কিছুদিন পর সুজনের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি।

পরে ওই বছরের মার্চ মাসের ২২ তারিখ ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তাদের পাওয়া যাচ্ছে না মর্মে অভিযোগ দায়ের করে ইয়াসমিনের মা সালেহা বেগম। পরে আদালত সেটি এজাহার হিসেবে গণ্য করেন।

এরপর শৈলকুপা থানা-পুলিশ জানতে পারে সুজন শেখ ফরিদপুর জেলার সদরপুর থানার মৈজদ্দি-মাতব্বরকান্দি গ্রামে আত্মগোপনে আছেন। সেখানে গিয়ে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করলে সুজন স্বীকার করেন যে তাঁর স্ত্রী ইয়াসমিন ও ছেলে ইয়াসিনকে ফরিদপুর জেলায় শ্বাসরোধে হত্যা করেছেন।

পরবর্তী সময়ে পুলিশ ২০১৭ সালের ১ জানুয়ারি আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেই মামলার রায় আজ দেওয়া হলো।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে