হোম > সারা দেশ > খুলনা

ডুমুরিয়ায় ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা ইটভাটা শ্রমিক সমিতির আয়োজনে খর্ণিয়া বাজার ভদ্রদিয়া সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘ইটভাটা বন্ধ হয়ে গেলে হাজার হাজার ইটভাটা শ্রমিকের উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। ফলে শ্রমিকদের পথে ওঠা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’ অবিলম্বে ইটভাটা উচ্ছেদ বন্ধের দাবি জানান তাঁরা। 

সমাবেশ চলাকালীন প্রায় এক ঘন্টা সড়কের দুই পাশের দোকান ও যান চলাচল বন্ধ থাকে। এতে পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়। 

উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা শেখ শাহিনুর রহমান শাহিন, জুলফিকার আলী গাজী, রফিক মহলদার, জাহাঙ্গীর আলম, নার্গিস বেগম, মুজিবুল সরদার, গাজী শহীদ, গৌতম পাল, হরিপদ পাল, বিল্লাল হোসেন, মরিয়ম বিবি, মাহফুজা বেগম, পারভীন আক্তার, আয়রা বেগম, জোসনা বেগম, আলেয়া বেগম, খায়রুল সরদার, আলামিন সরদার, রেজাউল মোড়ল, ইমান আলী মোড়ল, ফজলু গাজী, হাফিজুর রহমান, রেজোয়ান হোসেন, আখেরাত সরদার প্রমুখ। 

উল্লেখ্য, সম্প্রতি খুলনার ডুমুরিয়ায় ১৪টি ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেয় হাইকোর্ট।  

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা