হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় ‘আদালতের নিষেধাজ্ঞা না মেনে’ বাঁধ দিয়ে মাছেরঘের দখলচেষ্টার অভিযোগ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভরা মৎস্য ঘেরে জোরপূর্বক বাঁধ নির্মাণ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরে এ ঘটনা ঘটেছে।

এর আগেও ওই ঘেরটি দখলের চেষ্টা করা হলে পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা মানতে বললেও তা তারা মানছেন না বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয় ওই ঘেরটিকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে কৃষ্ণনগরের মোহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষ্ণনগর মৌজায় আমার নিজস্ব ডিসিআর ও ইজারার ৫ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের করে আসছি। গত এক বছর ধরে প্রতিবেশী সাহেব আলী গাজী ও নিত্যানন্দ দাশের ছেলে তুষার কান্তি দাশ আমার ঘেরের জমিতে মৎস্য চাষে বাঁধা সৃষ্টি করে আসছে।’

ঘের মালিক মান্নান গাজী আরও বলেন, ‘পাইকগাছা নির্বাহী আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বর্তমান ভরা মৌসুমে তুষার কান্তি দাশ আমার ঘেরের মাঝ বরাবর বাঁধ দিয়ে মাছের ব্যাপক ক্ষতি করে দখলের চেষ্টা করছে।’

এ বিষয়ে অভিযুক্ত তুষার কান্তি দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার নিজস্ব ১৩ শতক ও ডিসিআর মূলে কেডি স্কুলের ৯ শতক ও বিনয় নামে একজনের ৫ শতক জমিতে বাঁধ দিয়ে পৃথক করে নিচ্ছি।’

কিন্তু ঘেরে মাছ থাকা অবস্থায় বাঁধ কেন, এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘থানায় বসাবসি হলেও মীমাংসা না হওয়ায় এখন বাঁধ দিচ্ছি।’

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল আজকের পত্রিকাকে বলেন, ‘মৎস্য ঘেরের জমি নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে, এমনকি মামলা মোকদ্দমাও রয়েছে। কিন্তু এ নিয়ে আদালতের কোনো আদেশ বা রায় থাকলে সেটা উভয় পক্ষের মানা উচিত।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা